তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন করে আবারও পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ জারি করেছে আজ। জানা যায়, তুরস্কে এবার আরো ১২১৮ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বিরোধী ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িতদের বিষয়ে তদন্তের অংশ হিসেবেই নতুন করে এইসব পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হলো। যদিও এর আগে আইনজীবী, সরকারি কর্মকর্তা, বিচারক ও সেনা সদস্যসহ এক লাখ ১০ হাজারেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করে দেশটি। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র নিবাসী ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কের সঙ্গে জড়িত।
বিডি প্রতিদিন/এ মজুমদার