যুক্তরাজ্য ইউরোপে থাকবে কিনা সে বিষয়ে পার্লামেন্টে ভোট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশটির হাইকোর্ট।
বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালত এই নির্দেশ দেয়।
লিসবন চুক্তির আলোকে গঠিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ান। এই চুক্তির ৫০ অনুচ্ছেদে বলা হয়েছে, নিজ দেশের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী যেকোনো সদস্য রাষ্ট্র জোট থেকে সরে যেতে পারে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে জানান, পার্লামেন্ট সদস্যদের ভোট দেয়ার প্রয়োজন নেই। কিন্তু এ বিষয়েও শুরু হয়েছে বিতর্ক। সোমবার এবিষয়ে একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, থেরেসা মে কোনোভাবেই এই সিদ্ধান্তে দেরি করতে রাজি নন।
অন্যদিকে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বিষয়টিকে সংসদে উত্থাপনের জন্য আহ্বান জানান।
এদিকে এ রায় পাওয়ার পর আপিলের ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে ডিসেম্বরের শুরুর দিকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন