পেনশন বঞ্চনার অভিযোগ তুলে আত্মহত্যাকারী সেনা সদস্য রাম কিষেণ গ্রেবালের শেষকৃত্যে অংশ নিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা বৃহস্পতিবার হরিয়ানায় ছুটে গেছেন।
এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস নেতা কমল নাথ এবং পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ানও ছিলেন রাম কিষেণের বাড়িতে শেষকৃত্যের মিছিলে।
গত মঙ্গলবার দিল্লির কেন্দ্রস্থলে এক সরকারি বাসায় বিষ পান করেন সুবেদার গ্রেবাল। ওই অবস্থায় নিজের ছেলেকে ফোন করে তিনি বলে যান, 'আমার জওয়ানদের জন্য ও আমার দেশের জন্য আমি নিজেকে উৎসর্গ করলাম।' এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়।
তার মরদেহ বহনকারীদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা রনদ্বীপ সিং সূর্যওয়ালা। হরিয়ানা রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রী কৃষাণ লাল পানওয়ার এবং বিজেপির পার্লামেন্ট সদস্য ধরমবীরও সেখানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন