ভারতীয় বিমানবাহিনী বৃহস্পতিবার লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ভারত ও চীন সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানের মধ্যে দিয়ে অরুণাচল প্রদেশে বিশালাকার গ্লোবমাস্টার বিমানটি নামিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করল। মেচুকা অ্যাডভান্সড এয়ার ল্যান্ডিং গ্রাউন্ডে সি-১৭ গ্লোবমাস্টার সামরিক বিমানটি চীন সীমান্ত থেকে মাত্র ২৯ কিমি দূরে ল্যান্ড করে। তিমি মাছের আকারের এই গ্লোবমাস্টারটি বিমান সেনেদের কাছে সামরিক সরঞ্জাম, রসদ ও ভারি অস্ত্রশস্ত্র সীমান্তে যুদ্ধরতদের কাছে সহজেই পৌঁছে দিতে সক্ষম।
ভারত যখন লাদাখ সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেনা সংখ্যা বাড়াচ্ছে, তখন অরুণাচল প্রদেশের সিয়াং জেলার মেচুকা বিমানঘাঁটিতে গ্লোবমাস্টার নামিয়ে চীনকে যেন কড়া বার্তা দিল ভারত। ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয় সূত্রে জানা যায়, খারাপ ও দুর্গম রাস্তার কারণে অাসামের ডিব্রুগড় থেকে ৫০০ কিমি দূরে মেচুকা পৌঁছতে অন্তত দু’দিন লাগে। কিন্তু গুয়াহাটি থেকে রসদ নিয়ে মাত্র দু’ঘণ্টায় চীন সীমান্তে মেচুকা পৌঁছতে সক্ষম এই গ্লোবমাস্টার বিমানটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার