লেবাননে ২৯ মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে নতুন সরকার গঠনের জন্য সাদ হারিরিকে আহ্বান জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মিশেল আউন। চুক্তির অংশ হিসেবে গেল সপ্তাহে খ্রিস্টান ধর্মাবলম্বী সাবেক জেনারেল আউন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সাদ হারিরির পুনর্বার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর জাতীয় চুক্তির আলোকে দ্রুত সরকার গঠনের ব্যাপারে আশাবাদী সাদ হারিরি প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদের জানান, আমরা অর্থনৈতিক, পরিবেশ, নিরাপত্তা এবং রাজনৈতিক ইস্যুগুলো যা লেবাননের জনগণকে মোকাবিলা করতে হচ্ছে সেগুলো সমাধানে কাজ করবো।
জানা যায়, সাদ হারিরি দেশটির শীর্ষ সুন্নি মুসলিম রাজনৈতিক নেতাদের একজন। এর আগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/7