দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাই দেশে সৃষ্টি হওয়া সমস্ত বিশৃঙ্খলার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে দেশে যা হচ্ছে তার জন্য তিনিই দায়ী। এ নিয়ে যে কোনো ধরনের তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরে দক্ষিণ কোরিয়ার হাজার হাজার মানুষ পার্ক জিউন হাইয়ের পদত্যাগ দাবিতে সিউলে বিক্ষোভ করছে। পার্ক জিউন হাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় তার এক বন্ধুর কাছে ফাঁস করেছেন। তার সূত্র ধরে ওই বন্ধু দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে অবৈধ হস্তক্ষেপ করছেন।
জনতার বিক্ষোভের মুখে শুক্রবার প্রেসিডেন্ট ব্লু হাউজে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পার্ক জিউন হাই। তিনি বলেন, তার প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধ আনা সব অভিযোগের ব্যাপারে তদন্তে তিনি সবরকম সহযোগিতা করবেন। ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে তার সমস্ত দায়য়ভারও প্রেসিডেন্ট নিজের কাঁধে তুলে নেন। পার্ক জিউন হাই বলেন, যা ঘটছে তা আমার দোষেই। আমার অবহেলার কারণেই এমন হয়েছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৭