ফিলিপাইনের মধ্যাঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকায় অপহরণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, সন্ত্রাসী বিভিন্ন গোষ্ঠী সেখানে পর্যটকদের অপহরণের পরিকল্পনা করছে।
ম্যানিলায় মার্কিন দূতাবাস বৃহস্পতিবার ভ্রমণ সতর্কতা জারি করে আমেরিকান নাগরিকদের ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন এলাকা দক্ষিণাঞ্চলের সেবু দ্বীপ এড়িয়ে চলতে সতর্ক করেছে।
দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়, মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই মর্মে সতর্ক করছে যে সেবু দ্বীপের দক্ষিণাঞ্চলে বিদেশিদের অবাধ বিচরণের এলাকাগুলোতে অপহরণের পরিকল্পনা করছে সন্ত্রাসীরা।
দূতাবাস তিনটি এলাকা চিহ্নিত করেছে। এগুলো হল-সেবুর দালাগুয়েতে ও সানতানদার এবং পার্শ্ববর্তী সুমিলন দ্বীপ। এসব এলাকা থেকে নৌকায় করে অল্প সময়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বোহল ও দুমাগুতেতে যাওয়া যায়।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামী জঙ্গিরা দফায় দফায় অপহরণের পর এ সতর্কবার্তা জারি করা হয়েছে।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের কার্যালয় শুক্রবার দক্ষিণাঞ্চলের সেবুতে অনির্দিষ্ট অপহরণ পরিকল্পনার পুলিশি তথ্যের বিষয়টি নিশ্চিত করেছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৮