তুরস্কে বেশ কয়েকজন এমপি’র সঙ্গে কুর্দিপন্থী বিরোধী দলের দুই নেতাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
আটক কুর্দিপন্থী নেতারা হলেন- সেলাহাতিন দেমির্তাস ও ফিগেন ইয়ুকসেকদাগ। সন্ত্রাসবাদ-বিরোধী তদন্তের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়।
এই অভিযানে পিপল’স ডেমোক্র্যাটিক পার্টি (এইচডিপি)’র আরো অন্তত ৯ জন এমপিকে আটক করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।
এদিকে তুরস্ক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাহায্যে কিছু প্রকাশ করা যাচ্ছে না।
তাদেরকে আটকের পরপরই টুইটার, ফেসবুক, ইউটিউব ও ওয়াটসঅ্যাপের সংযোগ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
দেমির্তাসের সাইটগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার আগেই তিনি টুইটারে তার গ্রেফতারের বিষয়টি জানান।
অপর এমপি এরতুগরুল কুর্কসু বলেন, এই আটকের ঘটনাগুলো ‘সম্পূর্ণ বেআইনি’। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
তিনি আরো বলেন, তুরস্কের বর্তমান সরকার নাৎসি বাহিনীর মতো স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে।
গত মাসে সন্ত্রাসবাদ বিরোধী তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তুরস্কের বৃহত্তম কুর্দি প্রধান নগরী থেকে কো-মেয়রদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১