ঝড়ের কবলে পড়ে প্রবাসী শ্রমিকবাহী স্পিটবোট ডুবিতে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের উপকূলে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে স্পিডবোটটি ডুবে যায়। এ ঘটনায় আইন লঙ্ঘনের অভিযোগে স্পিডবোটের দুই ক্রু সদস্যকে আটক করা হয়েছে।
মালয়েশিয়ায় কাজ করা ১০১ জন শ্রমিক ও তাদের পরিবার-পরিজনকে নিয়ে স্পিডবোটটি ইন্দোনেশিয়া যাচ্ছিল। বুধবার ভোরে স্পিটবোটটি ডুবে যায়। শুক্রবার পর্যন্ত মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নয় জন নিখোঁজ রয়েছে।
এক উদ্ধারকারী কর্মকর্তা জানান, সমুদ্রের প্রবল ঢেউ ও তীব্র স্রোত উদ্ধার কাজে বিঘ্ন ঘটাচ্ছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/ফারজানা