শুনতে অবাক লাগলেও কেবল একটি মুখ পাল্টে দিতে পারে গোটা গ্রামের ভাগ্য! ঠিক যেমনভাবে ভাইরাল হয়েছিল পাকিস্তানের আরশাদ কিংবা নেপালের তরকারিওয়ালি রূপচন্দ্র মহাজনের ছবি। ফের এমনটাই ঘটেছে ঘানার আসেমপানায়ে গ্রামে। এই গ্রামের মাত্র পাঁচ বছরের শিশু জেকের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। আর সেটির সাহায্যেই নিজের এবং গোটা গ্রামের শিশুদের পড়াশুনার খরচ তুলে ফেলেছে সে।
কার্লোস কর্টেস নামে এক ক্যামেরাম্যান ২০১৫ সালে শিল্পী সলোমান আদুফার ওপর একটি তথ্যচিত্র তৈরির জন্য জেকের গ্রামে যান। সেসময় জেক সহ বেশ কিছু শিশু সলোমানের কাছে ছবি আঁকা শিখছিল। তখন তাদের ছবি তোলেন কার্লোস। এর মধ্যে থেকে জেকের অসাধারণ একটি ছবি ধরা পড়ে তার ক্যামেরায়। সলোমান নিজের ইনস্টাগ্রামে জেকের ছবিটি শেয়ার করার পরে ভাইরাল হয়ে যায়।
পরবর্তীতে জেকের মুখটি নিয়ে বেশ কয়েকটি জোকসও তৈরি হয়। সলোমান প্রথমে ভেবেছিলেন সবাই হয়ত মজা করছে। কিন্তু পরে তিনি এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর কথা ভাবেন। তার সেই চিন্তাকে কাজে লাগাতে তৈরি করেন ‘গো ফান্ড মি’ নামের একটি পেজ। পেজটির মাধ্যমে এক সপ্তাহের মধ্যে প্রায় দশ হাজার মার্কিন ডলার তুলে ফেলেন তিনি।
সলোমান জানিয়েছেন, ‘এই টাকার সাহায্যে জেক সহ আরও অনেক শিশুর পড়াশুনা এবং অন্যান্য খরচ চালানো যাবে। এটাই আমার লক্ষ্য। এছাড়া এখানে মাঝেমধ্যেই লোডশেডিং হয়। তাই বিকল্প আলোর ব্যবস্থাও করতে হবে।’
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-৪