তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় নগরী দিয়ারবাকিরে আজ শুক্রবার ভোরে পুলিশের একটি দপ্তরের বাইরে শক্তিশালী বিস্ফোরণে প্রায় ২০ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
দিয়ারবাকির দেশটির সংখ্যালঘু কুর্দি সম্প্রদায়ের কেন্দ্র হিসেবে পরিচিত।
পুলিশ তুরস্কের প্রধান কুর্দিপন্থী দলের দুজন নেতা ও বেশ কয়েকজন এমপিকে আটক করার কয়েক ঘণ্টা পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তুরস্কে কুর্দীদের বিরুদ্ধে দমন অভিযান জোরদার করার অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র এক সাংবাদিক জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১৩