গোলা ও বিমান হামলার সহযোগিতায় আজ শুক্রবার মসুলের রাস্তার দিকে অগ্রসর হয়েছে ইরাকের এলিট ফোর্স। এদিকে এ নগরী রক্ষায় জিহাদিরা মরিয়া হয়ে লড়াই করছে। সেখানে তারা প্রথম ‘খেলাফত’ ঘোষণা করে।
আজ ভোরে সন্ত্রাসবাদ দমন বাহিনীর যোদ্ধারা দ্রুততার সাথে তাদের আগ্নেয়াস্ত্র যাচাই করে এবং মসুলের পূর্ব উপকণ্ঠের সর্বশেষ গ্রাম গগজালি ছেড়ে যায়।
এর কিছুক্ষণ পর তারা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ নিয়ন্ত্রিত নগরীর একেবারে কিনারায় পৌঁছে যায়। ইরাকি বাহিনী পার্শ্ববর্তী আল-কারামা এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করছে।
সেখানে বিমান হামলা ঠেকানোর প্রচেষ্টায় জিহাদিরা টায়ারে আগুন ধরিয়ে দেয়ায় আকাশে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।
এ সপ্তাহে নগরীর পূর্বাঞ্চলে ইরাকি বাহিনী মোতায়েন করা হয়েছে। কেননা, মসুল পুনর্দখলে ১৭ অক্টোবর অভিযান শুরু করে গুরুত্বপূর্ণ তিন ফ্রন্টে ইতোমধ্যে তারা অনেক দূর এগিয়ে গেছে।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১৯