ইরাকের মসুল ছেড়ে পালিয়েছেন আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি। ব্রিটিশ পররাষ্ট্র সচিব বরিস জনসন শুক্রবার এমনটাই জানিয়েছেন।
এই মসুলে ছিল আইএসের শক্তঘাঁটি। ইরাকি সেনা মসুলকে দখলমুক্ত করার পরেই আইএসের প্রধান বাগদাদির খোঁজে অভিযানে নামে। গত দুইদিন আগে ইরাকি সেনারা দাবি করে, তারা বাগদাদিকে চারদিক থেকে ঘিরে ফিলেছে। মসুল থেকে পালাতে পারেননি আইএস প্রধান। আত্মগোপন করে রয়েছেন।
ইরাকি সেনাদের এ দাবি প্রত্যাখান করে ব্রিটিশ পররাষ্ট্র সচিব জানান, বাগদাদি মসুলে নেই। বৃহস্পতিবার বাগদাদির একটি অডিও ছড়িয়ে পড়ে। সেই অডিওতে তিনি দীর্ঘ নীরবতা ভেঙে আইএস জিহাদিদের মসুলে লড়াই চালু রাখতে নির্দেশ দেন।