মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আমেরিকার কয়েকটি শহরে হামলা চালাতে পারে আল কায়দা। এমনটাই আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দারা।
স্থানীয় পুলিশ-প্রশাসনকে সতর্ক করে গোয়েন্দারা জানিয়েছেন, নিউ ইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়া শহরকে টার্গেট করেছে আল কায়দা। মার্কিন প্রেসেডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন, সোমবার, সম্ভাব্য হামলার আশঙ্কা করা হচ্ছে।
উল্লিখিত শহরগুলির ঠিক কোথায় কোথায় হামলা হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য অবশ্য গোয়েন্দাদের কাছে নেই। তবুও সতর্ক থাকতে বলা হয়েছে এ সংক্রান্ত জয়েন্ট টাস্ক ফোর্সকে।
সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন