২ বিলিয়ন ডলারে শর্ট রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল বানাচ্ছে ভারত। আর এই প্রজেক্টে অংশ নিয়েছে সুইডেনের সংস্থা Saab Group ও ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড। গত ফেব্রুয়ারিতে এই প্রজেক্টের কথা ঘোষণা করা হয়। তবে এখনও এই চুক্তি চুড়ান্ত না হলেও ইতোমধ্যেই প্রযুক্তি আদান-প্রদান শুরু হয়ে গিয়েছে দুই সংস্থার মধ্যে। খবর কলকাতা ২৪ ৭ নিউজের।
খবরে বলা হয়, এই প্রোগ্রামে ব্যবহার করা হবে অশোক লে ল্যান্ডের ৫২টি সুপার স্ট্যালন ট্রাক। যেগুলি Saab Group -এর ‘ঈগল’ র্যাডারের সঙ্গে ফিটা করা থাকবে। যা দিয়ে শত্রুপক্ষের র্যাডার চিহ্নিত করা হবে। এছাড়া ‘জিরাফ’ র্যাডারের সঙ্গে যুক্ত থাকবে আরও দুটি ট্রাক। যে র্যাডারে গুলি চালানোর ক্ষমতা রয়েছে।
মহারাষ্ট্রের সাতারায় চলবে এই প্রজেক্টের কাজ। ৩৬ মাসে প্রথম মিসাইলের ডেলিভারি দেওয়া হবে বলে জানিয়েছে ওই সুইডিশ সংস্থা। উল্লেখ্য, এটিও একটি ‘মেক ই ইন্ডিয়া’ প্রজেক্ট। গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে টেন্ডার ঘোষণা করা হয়েছে, যদিও পুরোপুরিভাবে কন্ট্রাক্ট দেওয়া হবে ২০১৭-তে।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৪