খেলার ময়দান থেকে শোবিজ ওয়ার্ল্ড, রাজনীতি, সবক্ষেত্রেই নভজ্যোৎ সিং সিধু বেশ ভালোই অবস্থান তৈরি করতে পেরেছেন। ভারতের পাঞ্জাবে বিধানসভা নির্বাচন উপলক্ষে কয়েক মাস আগে বিজেপি থেকে বেরিয়ে সিধু আওয়াজ-ই-পাঞ্জাব নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। বিজেপির এই দলছুটকে দলে টানতে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছে অন্য রাজনৈতিক দলগুলো।
কয়েকদিন আগে কংগ্রেস উপ-মুখ্যমন্ত্রী পদে প্রস্তাব দেয় সিধুকে। জরিপে কংগ্রেস কিছুটা এগিয়ে। তাদের সঙ্গে পাল্লা দিতে এবার আম আদমি পার্টিও (আপ) সিধুকে উপ-মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে। আওয়াজ-ই-পাঞ্জাব দলের নেতা প্রাক্তন হকি তারকা পারগৎ সিং এ দাবি করেছেন।
পাঞ্জাবের ১১৭ টি আসনের মধ্যে সিধুকে ১৩টি আসতে দিতে রাজি হয়েছিল কংগ্রেস। আম আদমি সিধুর দলকে পাঁচটি আসন দিতে রাজি হয়েছে। এতে রাজি নন পারগৎ। আমরা কটা আসন পাব, সেটা আলোচনার মাধ্যমে ঠিক হওয়া উচিত। এভাবে একতরফা সিদ্ধান্ত নিলে তো জোট হয় না।
সিধুকে উপমুখ্যমন্ত্রী করার প্রসঙ্গে পারগৎ বলেন, মুখ্যমন্ত্রী কে হবে, সেটাই তো পরিষ্কার নয়। সিধু কার নেতৃত্বে কাজ করবেন, সেটা তো আগে পরিষ্কার হওয়া দরকার!
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-০২