তীব্র বায়ু দূষণের কারণে ভারতের রাজধানী দিল্লিতে ১৮০০ প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এসব স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা নয় লাখ। দিল্লি পৌরসভার মুখপাত্র যোগেন্দ্র মান বলেন, রবিবার আবহাওয়ার উন্নতি হলে, সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।
আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত, শিক্ষার্থীদের বাড়ির বাইরে বের হতেও নিষেধ করেছে দিল্লি পৌরসভা কর্তৃপক্ষ।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে দিল্লির নাম। কয়েকদিন আগেই ভারতে আয়োজন করা হয় দীপাবলি উৎসবের। এতে প্রচুর পরিমাণে বাজি পোড়ানো হয়। এর ফলে দিল্লির বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত দিল্লির বাতাসে প্রতি কিউবিক মিটারে ভাসমান ধূলিকণার মাত্রা ছিল ১২০০ মাইক্রোগ্রাম। যা স্বাভাবিকের চেয়ে ১৩ গুণ বেশি।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-১০