মন্ত্রীদের সঙ্গে আলোচনা ছাড়াই অর্থ, আইন, রাজস্ব বিষয়ক আইন পাশ, বাতিল কিংবা সংশোধন করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সম্প্রতি প্রধানমন্ত্রীর এ সর্বময় ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। শুক্রবার সে আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
গত ১৮ আগস্ট ওই আবেদনটি করা হয়। তিন বিচারকের একটি বেঞ্চ ওই আবেদনটি খারিজ করে দেয়। ওই বেঞ্চটির নেতৃত্ব দেন বিচারক মিয়া সাকিব নিসার। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিষয়ে আদালতের হস্তক্ষেপের কোনো সুযোগ রাখা হয়নি।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৬