আবারও নাকি প্রেমে পড়েছেন প্রিন্স হ্যারি। এ আর নতুন কিছু নয়। তবে এবার নাকি একটু বেশিই সিরিয়াস এই প্রিন্স নতুন প্রেমিকের ব্যাপারে। সবকিছু ঠিকঠাক চললে নাকি তাকেই রানী করবেন হ্যারি। এবার তার প্রেমিকা টিভি স্টার মেগান মার্কল।
মার্কলের সাথে হ্যারির পরিচয় করিয়ে দেন চাচাতো বোন ইউজিন। এখন পর্যন্ত হ্যারির বেশিরভাগ প্রেমিকার সঙ্গে আলাপের মাধ্যম এই ইউজিনই। আগের প্রেমিকা ক্রেসিডা বোনাসের সঙ্গেও বোন ইউজিনই আলাপ করিয়ে দিয়েছিলেন। জুনে মার্কলের সঙ্গে আলাপ হয় হ্যারির। তার পর থেকে হ্যারির টানে বেশ কয়েকবার লন্ডনে এসেছেন মার্কল। সেপ্টেম্বরে হ্যারির জন্মদিনের পার্টিতেও যোগ দিয়েছেন তিনি।
মার্কলের জন্ম লস এঞ্জেলেসে। কর্মসূত্রে থাকেন টরন্টোয়। এবার নাকি হ্যারির ইচ্ছাতেই পাকাপাকিভাবে লন্ডনে চলে আসবেন। হ্যারির বাবা প্রিন্স চার্লসের সঙ্গেও দেখা করেছেন মার্কল। ছেলে ভীষনভাবে রাজি থাকলেও এই সম্পর্ক নিয়ে রানীমার রয়েছে ভয়ঙ্কর আপত্তি। একেই তো টিভি স্টার। তার ওপর আবার ডিভোর্সি। ট্রেভর এঞ্জেলসনের সঙ্গে বিয়ের ১৮ মাসের মাথায় বিচ্ছেদ হয় তাদের দুজনের।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭