শ্রীলঙ্কা তামিল সম্প্রদায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের প্রতি সমর্থন জানিয়েছে। আগামী ৮ নভেম্বরের আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচনে হিলারি ক্লিনটন যাতে জয়লাভ করে সেই প্রার্থনায় শ্রীলঙ্কার তামিলরা ১ হাজার ৮টি নারকেল ফাটানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয় হিলারির সাফল্য কামনায় জ্বালানো হবে হাজার বাতি।
তামিল এই সম্প্রদায়ের দাবি নির্বাচনে হিলারি জয়লাভ করলে লাভবান হবে সংখ্যালঘু সম্প্রদায়। এমনটাই জানিয়েছেন তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের সদস্য এম কে শিবাজিলিঙ্গম। তিনি আরও জানান, নারিকেল ফাটানোর এই অনুষ্ঠানটি হবে জাফনার নাল্লুরে ঐতিহাসিক কান্দসামি কোভিল-এ। অন্যদিকে ১০০৮টি মোমবাতি জ্বালানো হবে জাফনা ক্যাথিড্রালে।
শ্রীলঙ্কায় তামিল সম্প্রদায়ের ভবিষ্যত্ সুরক্ষিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই তাদের আশা হিলারির জিতলে মূলত তাদেরই লাভের পাল্লাই ভারী হবে।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১২