জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকের মসুল শহরের দক্ষিণে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, বেসামরিক লোকদের একটি দল উত্তরের হাবিজা শহর ছেড়ে ট্রাকে করে আল-আলম শহরে পালিয়ে যাবার সময় পর পর দুটি বিস্ফোরণ ঘটে। এতে বেসামরিক নাগরিকদের সঙ্গে এক পুলিশ সদস্যও মারা যান।
মসুল শহরটি পুনর্দখল করার লড়াই এখনো চলছে। পূর্ব দিক থেকে যে বিশেষ বাহিনীর সেনারা অগ্রসর হচ্ছে তারা জিহাদি যোদ্ধাদের তীব্র প্রতিরোধ ও পাল্টা গুলির সম্মুখীন হচ্ছে। আইএস যোদ্ধারা ঘরে তৈরি বোমা, চোরাগোপ্তা বন্দুকধারী এবং কামান ব্যবহার করছে। তারা মাটির নিচে তৈরি সুড়ঙ্গের নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত অবস্থান পরিবর্তন করছে।
অবশ্য আইএসের বাধা সত্বেও ইরাকি বাহিনী লড়াই করে হামাম আল-আলিল নামে একটি ছোট শহরের কেন্দ্রে ঢুকতে সক্ষম হয় এবং সেখানে ইরাকি পতাকা উড়িয়ে দেয়। যেসব বেসামরিক লোকেরা ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গ্রামগুলোতে চলে আসছে তারা বলছে, আইএস যোদ্ধারা তাদের হুমকি দিয়েছে যে কেউ গ্রাম ছাড়লে তাদের হত্যা করা হবে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৬/মাহবুব