তুরস্কের ইস্তানবুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর ঠাণ্ডা পানি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। কুর্দি রাজনৈতিক দল এইচডিপির নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
বিবিসি জানায়, সিসলি জেলার একটি মসজিদের বাইরে বিক্ষোভকারীরা সমাবেত হয়ে গ্রেফতারের নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছিল। ঠিক তখনই নিরাপত্তা বাহিনী তাদের ওপর ঠাণ্ডা পানি ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে, গত শুক্রবার ওই সব নেতাদের জেলা পাঠানো হয়। পরদিন শনিবার বিরোধীপন্থী সংবাদপত্র চুমহুরিয়েটের ৯ সাংবাদিককে গ্রেফতারের পর রিমান্ডের আদেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৬/মাহবুব