আমেরিকায় ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভ করে গ্রেফতার হলেন বহু মানুষ। ফাস্ট ফুড রেস্তোরাঁ, বিমানবন্দরে, বাড়িতে শিশু ও বয়স্কদের পরিচর্যার কাজে নিযুক্ত কর্মীদের ঘণ্টায় মজুরি বাড়িয়ে ১৫ ডলার করাসহ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনের ডাক দেয়া হয়।
নিউ ইয়র্কের ব্রডওয়েতে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর সামনে বিক্ষোভ দেখান অনেকে। সকলেই গ্রেফতার হন। শিকাগোয় ওহারা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভ দেখান প্রায় ৫০০ কর্মী। তাদের দাবি, আমরা বিশেষ কিছু চাইছি না। ন্যায্য মজুরি চাইছি। নিউ জার্সিতে বিমানবন্দরে মিছিল করেন ধর্মঘটিরা। ডেট্রয়েটে রাস্তায় গাড়ি আটকানোর চেষ্টা করেও গ্রেফতার হন অনেকে।
এর আগে ক্যালিফোর্নিয়ায় গভর্নর জেরি ব্রাউন একটি নতুন আইন আনেন, যেখানে ওই রাজ্যে ঘণ্টায় নূন্যতম মজুরি বাড়িয়ে ২০২২ সালের মধ্যে ১২ ডলার করার কথা বলা হয়। কিন্তু এখন সারা আমেরিকায় ন্যূনতম মজুরির হার ঘণ্টায় ৭.২৫ ডলার। এই মজুরির হার বাড়াতে এখনো দেশটির বিভিন্ন রাজ্যে আন্দোলন অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ