রাজবাড়ীর পাংশায় গত ২৪ ঘণ্টায় বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রবিবার থেকে সোমবার (২১ জুলাই) সকাল পর্যন্ত উপজেলার কশবামাজাইল ও যশাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সাপে কাটা রোগীরা হলেন, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের মৃত হাতেম মন্ডলের ছেলে কৃষক আজিজ মন্ডল (৬৫), একই ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ও উপজেলার যশাই ইউনিয়নের চর-লক্ষীপুর গ্রামের তারেক শেখের ছেলে আসিফ শেখ (১৮)।
সাপে কাটা রোগী কৃষক আজিজ মণ্ডল বলেন, সকালে পাট জাগ দেওয়ার সময় পাটের সাথে একটি সাপের বাচ্চা ছিল। হঠাৎ পাট ধরার সাথে সাথেই সাপের বাচ্চাটি আমার ডান হাতে কামড় দেয়। পরে সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসি। তারা জানায় সাপটি গোখরা সাপের বাচ্চা।
সাপে কাটা অপর রোগী হাসিনা খাতুন বলেন, সকালে ভাত রান্না করার সময় আমার পায়ে পিঁপড়ার মত কিছু একটা কামড় দেয়। তাকিয়ে দেখি একটি সাপ কামড় দিয়েছে। তখন বাড়ির সবাই সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সাপে কাটা তিন রোগী হাসপাতালে এসেছেন। তারা সবাই বিষধর গোখরা সাপ সাথে করে নিয়ে এসেছে। রোগীদের মধ্যে বিষাক্ত সাপে কাটার লক্ষণ রয়েছে। রোগীদের আমরা পর্যবেক্ষণে রেখেছি। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ