সম্প্রীতি, সৌহার্দ্য আর ঐক্যের অনন্য উদাহরণ হয়ে উঠেছিল নিউইয়র্কের ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট স্টেট পার্ক, যেখানে রোববার অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ কল্যাণ সমিতি ইউএসএ-এর বার্ষিক পিকনিক। বর্ণাঢ্য আয়োজনে সব বয়সী প্রবাসীদের মিলনমেলায় পার্কটি রূপ নেয় একখণ্ড বাংলাদেশে।
দিনব্যাপী আয়োজিত বনভোজনের সূচনা হয় বেলুন উড়িয়ে, যেখানে অংশগ্রহণকারীদের উল্লাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পার্কের পরিবেশ। সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব চৌধুরীর সমন্বয়ে পুরো অনুষ্ঠান পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আশা গ্রুপের আকাশ রহমান, খ্যাতনামা ইমিগ্রেশন এটর্নি মঈন চৌধুরী, এটর্নি রবার্ট ব্রেন্ট, লায়ন রকি এলায়েন, কমিউনিটি নেতা আহসান হাবিব, কুইন্স কমিউনিটি বোর্ড সদস্য ফাহাদ সোলায়মান, খোরশেদ আলম, মোবারক হোসেন, জসিমউদ্দিন, মওসুমী আকতার লিপিসহ অনেকে।
পিকনিকের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিনিয়র সহ-সভাপতি এম রউফ রাসেল, আহ্বায়ক নূরজাহান ভূঁইয়া ঋতু, সমন্বয়কারী মো. মনিরুজ্জামান নাইস, স্থায়ী কমিটির সদস্য ও উপদেষ্টারা, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিরা।
সকালের নাশতা দিয়ে শুরু হওয়া এই বনভোজনের মূল আকর্ষণ ছিল নানান ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুরের মধ্যাহ্নভোজ। সঙ্গীত পরিবেশন করেন সজল রায়, বাঁধন হায়দার, নাহিদ ফেরদৌস ও নাদিম হায়দার।
পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। বিকেলের চায়ের সঙ্গে পরিবেশিত মুড়ি-ভর্তা অনুষ্ঠানে যোগ করে বাড়তি আবেগ আর আনন্দ।
আয়োজক কমিটির আহ্বায়ক নূরজাহান ভূঁইয়া ঋতু বলেন, “প্রবাসে থেকেও মানিকগঞ্জবাসীর হৃদয়ের বন্ধন অটুট রাখতেই এই আয়োজন। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করছি।”
এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানিকগঞ্জ কল্যাণ সমিতিকে পরিণত করেছে এক উজ্জ্বল সম্প্রীতির মঞ্চে।
বিডি প্রতিদিন/হিমেল