মানিকগঞ্জের জয়রা উচ্চ বিদ্যালয় ও নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ইন্তাজ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাফিজ উদ্দিন, মো. কাবুল উদ্দিন খান, জিন্নাতুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে, জয়রা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই