পেরুর দক্ষিণপূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ দেশটির জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট (আইএসডিইসিআই) একথা জানিয়েছে।
স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২৪০টা) পুনো অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
জিওফিজিক্যাল ইনস্টিটিউট অব পেরু (আইজিপি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লাম্পা শহর থেকে ৫৮ কিলোমিটার (৩৬ মাইল) দূরে ৩০ কিলোমিটার গভীরে।
আইএনডিইসিআই এক টুইটারে জানিয়েছে, ‘লাম্পায় ৮টি বাড়িঘর ধসে পড়ার খবর পাওয়া গেছে। প্যারাটিয়া অঞ্চলে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
আইজিপি’র প্রধান হার্নান্দো তাভেরা জানিয়েছেন, ‘লাম্পার স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।’
শহরটিতে ১৫ হাজার মানুষ বাস করে।
ভূমিকম্পটি ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। পার্শ্ববর্তী শহর পুনোতেও ভূমিকম্প অনুভূত হয়।
বিডি প্রতিদিন/ ০২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম