উত্তর আফগানিস্তানে সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ট্যুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি ট্যুইট করে বলেন, এই হামলা নিন্দনীয়৷ স্বজন হারানো শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি৷
উল্লেখ্য, শুক্রবার আফগান সেনা ছাউনিতে তালিবানি জঙ্গিরা হামলা চালায়। এতে ৭০ জনের মতো সেনা সদস্য নিহত হন। এই হামলার প্রত্যুত্তর দেয় সেনাবাহিনীও৷
আফগানিস্তানের প্রতিরক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, একজন আক্রমনকারী মারা যায়, অন্য আরেকজনকে আত্মঘাতী জ্যাকেটসহ গ্রেফতার করা হয় এবং তৃতীয় জনকে ধরার চেষ্টা চলছে৷ জানা যায়, হামলাকারীরা সেনার পোশাকে, সেনারই দুটি জিপে করে এসেছিল, প্রবেশ করেছিল সামনের গেট দিয়ে৷
বিডি-প্রতিদিন/এস আহমেদ