আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা চালানো তালেবান যোদ্ধারা ছিল সামরিক পোশাক পরা। এতে সর্বশেষ ১৪০ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাজার ই শরিফের সেনা ঘাটিতে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ‘শান্তি ফেরাতে’ এ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর কিছু সদস্য দায়িত্ব পালন করছিলেন। তাদের কেউ হতাহতদের মধ্যে আছেন কিনা, তা জানা যায়নি।
আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন নামাজের জন্য সেনা ঘাটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পরে সন্ত্রাসীরা হামলা চালায়। তাদের আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের উপর।
এদিকে হামলার পর এক বিবৃতি দিয়ে দায় স্বীকার করেছে তালেবান।
বিডি প্রতিদিন/এ মজুমদার