আগামী ৭ মে ফরাসিরা তাদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন। তবে তার আগে ১১ জন প্রার্থীকে প্রথম দফায় ভোটের মুখোমুখি হতে হবে। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রবিবার। সেখান থেকে আগামী ৭ মে রান অফ ভোটে মুখোমুখি হবেন বেশি ভোট পাওয়া প্রথম দুই প্রার্থী। আর এখানেই সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী হবে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট।
জনমত জরিপগুলোর ফলাফল বলছে, আগামীকাল রবিবার প্রথম দফায় নির্বাচনে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) এর প্রার্থী মারিন ল্য পেন। আর তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মধ্যপন্থি প্রার্থী এমানুয়েল মাক্রোঁর।
আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রার্থী হননি। সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের জনপ্রিয়তা তলানিতে নেমে যাওয়াই-এর কারণ। সর্বশেষ জনমত জরিপগুলোর ফলাফলে মারিন ল্য পেন (৪৮) ও এমানুয়েল মাক্রোঁর (৩৯) মধ্যে রান-অফ ভোট হলে মাক্রোঁ জয়ী হবেন, আর তা হলে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করবেন তিনি। জয়ী প্রার্থী আগামী ১৪ মে-র মধ্যে প্রেসিডেন্ট ওঁলাদের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৭/মাহবুব