যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন 'নিউজ উইক' জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি বর্তমানে পাকিস্তানের করাচিতে আত্মগোপনে আছেন। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে রেখেছে বলেও দাবি করেছে তারা।
পাকিস্তানের একজন সাবেক শীর্ষ কর্মকর্তার দেয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউজ উইক। এর আগে আল কায়েদা প্রধান ওসাম বিন লাদেনকেও গোপনে আশ্রয় দিয়েছিল পাকিস্তান।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে পাকিস্তানে লুকিয়ে আছেন আল কায়েদার বর্তমান প্রধান জাওয়াহিরি। সম্ভবত করাচির কোনো গোপন ও নিরাপদ আস্তানায় তাকে লুকিয়ে রেখেছে আইএসআই। তার সঙ্গে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিল লাদেনও আত্মগোপনে আছেন।
৬৫ বছর বয়সী জাওয়াহিরি ১৯৮৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আল কায়েদার ডেপুটি লিডার হিসেবে ওসামা বিন লাদেনের অধীনে কাজ করেছেন। ২০১১ সালে লাদেনের মৃত্যুর পরে আল কায়েদার শীর্ষ নেতা হন জাওয়াহিরি। তিনি আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিলেন।
মারা যাওয়ার আগে মার্কিন মুলুকে বড় রকমের সন্ত্রাসী হামলা চালানোর ইচ্ছার কথা জানিয়েছেন। আফগানিস্তানে আল কায়েদা ও তালেবান বিরোধী মার্কিন অভিযান জোরালো হলে তিনি পাকিস্তানে চলে আসেন। তাকে আশ্রয় দেয় দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই। জাওয়াহিরিকে হত্যা করতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। চালানো হয় ড্রোন হামলাও। কিন্তু প্রতিবারই তিনি কোনো না কোনো ভাবে বেঁচে যান।
তার অধীনস্থ গ্রুপটি আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। এ কারণে তিনি নিজ গ্রুপেই কোণঠাসা হয়ে পড়েছেন। আর এ কারণেই পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। এর আগে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানের সুরক্ষিত সামরিক শহর অ্যাবোটাবাদে আত্মগোপনে ছিলেন। সেখানেই গোপন অভিযান চালিয়ে তাকে হত্যা করে মার্কিন বাহিনী।
সূত্র: নিউজ উইক
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৭/ ই জাহান