যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে উত্তর কোরিয়া-আমেরিকা যুদ্ধ। হুমকি, পাল্টা হুমকি চলছে অনেক দিন ধরেই। পাশাপাশি চলছে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা। তারই জের ধরে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং আন-কে অনেক বুদ্ধিমান নেতা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিবিএস টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান 'ফেস দা ন্যাশন' এ দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন পিয়ংইয়ং যে সংঘাতের সূচনা করছে তাতে লাখ লাখ মানুষ নিহত হতে পারে। এসময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং আন-কে অনেক বুদ্ধিমান নেতা বলেও উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিমের বাবা মারা যাবার পর ২৬ কি ২৭ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। এত কম বয়সে একজন ক্ষমতায় এসেছেন, সেটা নিশ্চয়ই অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে-কিন্তু তিনি সেটা ধরে রেখেছেন, অবশ্যই কিম বুদ্ধিমান ব্যক্তি।
উল্লেখ্য, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। তাই ধারণা করা হচ্ছে, দেশটি দূরপাল্লার ক্ষেপনাস্ত্র নির্মাণের চেষ্টা করছে যেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/ওয়াসিফ