রাশিয়া সারারাত ধরে ড্রোন হামলা চালিয়ে কিয়েভে তাণ্ডব চালিয়েছে, এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন। রাজধানীজুড়ে রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবন ও গাড়িতে আগুন ধরে যায় বলে শুক্রবার ভোরে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
রাতভর আট ঘণ্টারও বেশি সময় ধরে একের পর এক হামলার ফলে পুরো শহরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, রাশিয়া মোট ৫৩৯টি ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন স্থানে নিক্ষেপ করেছে।
এক বিবৃতিতে বিমান বাহিনী জানিয়েছে, “এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ শহর!”
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের ডানিপ্রো নদীর উভয় তীরের ১০টি জেলার মধ্যে ছয়টিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কিয়েভের সবুজে ঘেরা হোলোসিভস্কি জেলায় একটি চিকিৎসা কেন্দ্রে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে রুশ বিমান হামলা বেড়ে গেছে, যা এ যুদ্ধে শহরটিতে চালানো সবচেয়ে প্রাণঘাতী আক্রমণগুলোর মধ্যে অন্যতম।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। অপরদিকে, ক্রেমলিন জানিয়েছে, তারা “সংঘাতের মূল কারণ” সমাধানে কাজ করে যাবে।
এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র সরবরাহের কিছু চালান স্থগিত করার ঘোষণা দিয়েছে, যা কিয়েভকে আশঙ্কায় ফেলেছে। ইউক্রেন বলছে, এতে তাদের প্রতিরক্ষার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি শুক্রবার ট্রাম্পের সঙ্গে অস্ত্র সহায়তা নিয়ে কথা বলার আশা করছেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন রেল সংস্থা ইউক্রাজালিজনিসিয়া জানায়, ড্রোন হামলায় কিয়েভে রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু যাত্রীবাহী ট্রেন অন্য পথে মোড় নেওয়া হয়েছে এবং বিলম্ব ঘটেছে।
রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর বিস্ফোরণের শব্দ ও প্রতিরক্ষা বাহিনীর পাল্টা গুলির আওয়াজ শোনা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে মানুষজনকে আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা গেছে, দমকল কর্মীরা অন্ধকারে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং অনেক ভবনের জানালা ও দেয়াল উড়ে গেছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ৫৩৯টি আকাশপথে চালানো অস্ত্রের মধ্যে তারা ৪৭৮টি ধ্বংস করতে পেরেছে। দেশজুড়ে মোট আটটি স্থানে রুশ হামলা হয়েছে, যেখানে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৬৩টি ড্রোন ব্যবহৃত হয়েছে বলে জানায় বাহিনীটি।
এছাড়া বৃহস্পতিবার রাতেই পূর্ব ইউক্রেনের পোক্রোভস্ক শহর এবং তার আশপাশে রুশ গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পোক্রোভস্ক শহরটি দীর্ঘদিন ধরে রুশ বাহিনীর আক্রমণের লক্ষ্য হয়ে আছে।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে। তবে যুদ্ধ শুরুর পর থেকে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনের নাগরিক। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম