ফিনল্যান্ডের ট্যাম্পেরে একটি শপিংমলের কাছে ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবারের এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্ত্রাসী বা বর্ণবাদী উদ্দেশ্যের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
দেশটির তৃতীয় বৃহত্তম শহরে হামলায় আহতদের বিষয়ে পুলিশের বিবৃতিতে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। গ্রেফতার এবং সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি।
তবে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই।
এই ঘটনায় সন্ত্রাসী বা বর্ণবাদী উদ্দেশ্য ছিল বলে সন্দেহ করার কোনো কারণ নেই বলেও জানিয়েছে পুলিশ।
এর আগে পাবলিক ব্রডকাস্টার ওয়াইএলই জানিয়েছিল, ওই ঘটনায় রাজধানী হেলসিঙ্কি থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তরে অবস্থিত ট্যাম্পেরের কেন্দ্রস্থলে যান চলাচল স্থবির ছিল।
দেশটির অন্যতম দৈনিক ইলতা-সানোমাট জানিয়েছে, পুলিশ পৌঁছানোর সময় একজন প্রত্যক্ষদর্শী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মাটিতে পড়ে থাকা দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিতে দেখেছেন। তাদের তথ্য অনুসারে, গ্রেফতার ব্যক্তির বয়স ২০ হতে পারে। তিনি একজন ফিনিশীয়।
এর আগে মে মাসে, দক্ষিণ ফিনল্যান্ডের একটি স্কুলে হামলায় তিনজন ছাত্র আহত হয়েছিল এবং হামলা চালানোর সন্দেহে এক সহপাঠীকে গ্রেফতার করা হয়েছিল।
গত বছর ভান্তা শহরের একটি স্কুলে ১২ বছর বয়সি এক ছেলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যা করে এবং আরও দুজনকে গুরুতর আহত করে। তখন ছেলেটি বলেছিল, সে উত্পীড়নের লক্ষ্যবস্তু ছিল এবং এটি তাকে আক্রমণ করতে বাধ্য করে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম