আগেই ধর্ষণের মামলায় দোষী সাবস্থ হয়েছেন বাবা রাম রহিম৷ আজ তার বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগের মামলার শুনানি হবে৷ভারতের পাঁচকুলায় সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে৷ এদিকে শুনানিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে আদালত চত্বরে৷
জানা যায়, ২০০২ সালে খুন হন ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং৷ ওই বছর খুন হন সিরসার সম্পাদক সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি৷ রামচন্দ্র ‘পুরা সচ’ পত্রিকার সম্পাদক ছিলেন৷ ২টি খুনেই রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ ওঠে৷ জোড়া খুনে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট৷ ২০০৭ সালে ২টি মামলায় চার্জশিট দেয় সিবিআই৷ চার্জশিটে ‘বাবা’ গুরমিত রাম রহিমের নাম উল্লেখ ছিল৷ সেই জোড়া খুনের মামলারই আজ শুনানি৷ ১০ বছর পর আজ ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন নিহতদের পরিবার৷
বর্তমানে ধর্ষণের অপরাধে রোহতকের সংশোধনাগারে রয়েছেন স্বঘোষিত এই ধর্ম গুরু৷ তাই শুনানি চলাকালীন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে।
সূত্র: নিউজ ১৮
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল