লন্ডনে গ্লুজচেস্টারশায়ারে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার আড়াইটার দিকে ইংল্যান্ডের এম ফাইফ মোটরওয়েতে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম ইভেনিং স্ট্যান্ডার্ড জানায়, এম ফাইভ মোটরওয়েতে সারিবদ্ধভাবে চলার সময়ে এক সারি গাড়ি অন্য সারির গাড়িকে ধাক্কা দেয়। এতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
অ্যাভন ও সমারসেট পুলিশ জানায়, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর যাতায়াতের সড়কটি দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে। তাই এই সড়কটি চলাচলে এড়িয়ে যাওয়ার কথা বলছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে দুর্ঘটনার পর আলমন্ডসবারি ও এভনমাউথের মধ্যে ছয় মাইল জুড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে বলে জানা গেছে।
বিডিপ্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান