বিশ্বে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ভারত। দেশটির বিদেশি মুদ্রার সঞ্চয় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।ভারতের রিজার্ভ ব্যাংক মার্কিন ডলার, ইউরো, পাউন্ড স্টারলিং ও ইয়েন সঞ্চয় করে রাখে। এছাড়াও জমিয়ে রাখা হয় সোনা। ভারত সরকারের কাছে দুই হাজার কোটি ডলারের সোনা সঞ্চিত রয়েছে।
ভারতে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের উদ্যোগ নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সময় থেকেই। এক দশক আগে ২০০৭ সাল থেকে বৈদেশিক মুদ্রা মজুদ করার পরিকল্পনা নেয় ভারতের রিজার্ভ ব্যাংক। ওই বছরের এপ্রিলে ২০ হাজার কোটি রূপি সমমূল্যের বৈদেশিক মুদ্রা মজুদ ছিল ।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা