সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দেশটির উত্তরপূর্ব অঞ্চলে নারীশিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে সরকারি, বিদ্রোহী ও মিডিয়ার খবরে বলা হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, শনিবার বেসামরিক নাগরিক বহনকারী একটি পরিবহনকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে ওই ১২ জন নিহত হয়। ঘটনাস্থলটি রাজধানী সানা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্ব মারিব প্রদেশের হারেব-আল-কারামেস জেলায়। বিগত তিন বছর রাজধানী সানাসহ দেশটির উত্তরপূর্ব এলাকাটি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে।
বিদ্রোহীদের সংবাদ সংস্থা সাবা’র খবরে বলা হয়, বিমান হামলায় ১২জন আরোহী বহনকারী পরিবহনটি ধ্বংস হয়ে যায় এবং আরোহীদের সবাই নিহত হন।
এলাকাবাসী জানান, নিহতদের মধ্যে ৪ জন শিশু ও ২ জন নারী রয়েছে।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম