লন্ডনে পাতাল রেলে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। রবিবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তারা আরও সন্দেহভাজনকে খুঁজছে।
এক বিবৃতিতে বলা হয়, শনিবার রাজধানীর হাউনস্লো এলাকা থেকে ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। এর আগে হামলায় জড়িত সন্দেহে ১৮ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, পার্সন্স গ্রিন স্টেশনে শুক্রবারের বোমা হামলায় ৩০ ব্যক্তি আহত হন।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম