প্রতিবারের মতো অন্যান্য দেশের ন্যায় রবিবারে নানা আয়োজনে বাহরাইনেও পালিত হবে পবিত্র আশুরা। এ উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের রয়েছে ব্যাপক আয়োজন। দিনটি বাহরাইনের শিয়া অধ্যুষিত এলাকা বুদাইয়া, সিত্রা, মহররক, আরদ, জিদ আলীসহ প্রত্যন্ত অঞ্চলে পালিত হয়। তবে সবচেয়ে জাঁকজমকভাবে পালিত হয় মানামা মহানগরে।
নানা অঞ্চল থেকে হাসান-হোসাইন নামে কালো পোশাকে দলে দলে প্রধান কেন্দ্র মানামায় জড়ো হচ্ছে সবাই। আরবি সালের প্রথম মাস মহররমের ১ তারিখ থেকেই রাস্তার দুই পাশে ও মাতামের সামনে গড়ে তোলা অস্থায়ী ঘরে তৈরি হচ্ছে নানা রকমের খাবার। এসব বিতরণ করা হচ্ছে সকল শ্রেণির মানুষদের মাঝে। কালো সবুজ ও কালো লাল পতাকায় বেষ্টিত করছে পুরো শহরকে। আলোকসজ্জাসহ নানা আনুষাঙ্গিক কাজ শেষ।
মাসের প্রথম থেকেই মাতামে মাতামে চলছে মহররম ও আশুরার গুরুত্ব ও তাৎপর্যমূলক আলোচনা। এসব আলোচনা মাতামে ও রাস্তায় বসে নিরবে শুনছেন শিয়া নারী-পুরুষরা। প্রতিদিনই ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রা সহকারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছেন অনেকে।
কারবালার যুদ্ধের স্মরণে ঘোড়া ও উটকে সাজিয়ে প্রদর্শন করা হচ্ছে। প্রতীকী হিসেবে রাস্তার দুই পাশে গড়ে তোলা হচ্ছে নানা শিল্পকর্ম। কারবালার ঐতিহাসিক যুদ্ধে শাহাদাৎ বরণকারীদের প্রতি শোক প্রকাশে শেষ হবে আশুরার সকল আনুষ্ঠানিকতা।
এদিকে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারি ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে সোমবার পর্যন্ত। একই সাথে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসও বন্ধ থাকবে সোমবার পর্যন্ত। মঙ্গলবারে যথারীতি কার্যক্রম শুরু হবে।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা