সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (৭১)। শনিবার বিকাল চারটা নাগাদ দিল্লির শ্রী গঙ্গা রাম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
হাসপাতালের বোর্ড অব মেম্বারস’এর চেয়ারম্যান ডা. ডি এস রানা জানান, ‘সোনিয়া গান্ধীর পেটের সমস্যা নেই এবং হাসপাতাল থেকে ছাড়ার সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে’।
শুক্রবার ব্যক্তিগত কাজে হিমাচল প্রদেশের সিমলায় গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই বিকালেই বিশেষ বিমানে করে দিল্লি নিয়ে আসা হয় তাঁকে এবং সন্ধ্যায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়।
এ নিয়ে চলতি বছরে তিনবার কংগ্রেস সভানেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত মে মাসে খাবারে বিষক্রিয়ার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, সেসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে কাটাতে হয় তাঁকে। তারও আগে গত জানুয়ারিতে জ্বর ও বুকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব