যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কলকাতায় বাড়ি বানাতে যাচ্ছেন। কলকাতার ইএম বাইপাসে হবে তার ফ্ল্যাট। ৪ লাখ স্কয়ার ফুট জুড়ে তৈরি হবে ওই আবাসন প্রকল্প।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে,ট্রাম্প অর্গানাইজেশন কলকাতায় রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করতে চলেছে৷ ইতোমধ্যেই কলকাতার ইউনিমার্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ট্রাম্প অর্গানাইজেশন৷ শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই কাজ শুরু হতে চলেছে৷
ট্রাম্প অর্গানাইজেশনের ভারতীয় প্রতিনিধি সংস্থা ট্রিবেকার ম্যানেজিং পার্টনার কল্পেশ মেহতা জানান, আলোচনা শেষ, প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে৷ আগামী সপ্তাহে এই নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে৷ অবশ্য এরআগেই ট্রাম্প অর্গানাইজেশন এদেশের রিয়েল এস্টেট সেক্টরে প্রবেশ করেছে ব্র্যান্ড লাইসেন্সিংয়ের মাধ্যমে৷ তবে সরাসরি পার্টনারশিপে কলকাতায় এখনও পর্যন্ত কোনও প্রজেক্ট হয়নি।
কাজেই বলা যায়, কলকাতার ‘ট্রাম্প টাওয়ার’-ই হবে শহরে মার্কিন প্রেসিডেন্টের প্রথম রিয়েল এস্টেট প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্বোধন করতে শহরে পা রাখতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
তাছাড়া পুনেতেও একই কোম্পানির সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে ট্রাম্পের কোম্পানি। ৫ লাখ স্কয়ার ফুট জুড়ে তৈরি হবে চারটি টাওয়ার। ২০১৪ থেকেই পুনেতে খারাদি এলাকায় ওই প্রকল্পের জন্য কথাবার্তা চলছিল। এই প্রকল্পও চলতি বছরের শেষে শুরু হবে বলে সূত্রের খবর৷ এখনও পর্যন্ত ভারতে পাঁচটি সংস্থার সঙ্গে কাজ করেছেন ট্রাম্প। মুম্বাই, পুনে, গুরগাঁও-এ দুটো প্রজেক্টের পর এবার কলকাতায় পা রাখতে চলেছেন তিনি৷
প্রসঙ্গত, ট্রাম্প অর্গানাইজেশন চালান তাঁর বড় সন্তান ডোনাল্ড ট্রাম্প জেআর৷ তবে অর্গানাইজেশনের দায়িত্বে না থাকলেও এর মালিকানা ট্রাম্পেরই৷ ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান ব্যবসার মধ্যে রয়েছে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, বিনিয়োগ, ব্রোকারেজ, সেলস অ্যান্ড মার্কেটিং এবং প্রপার্টি ম্যানেজমেন্ট।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান