'পঞ্চশীল' চুক্তিতে চীন যতই আবদ্ধ হোক, ডোকালামে যে তাদের সেনা আধিপত্য বজায় রাখছে, তা বিভিন্ন সময়ে হাবেভাবে বুঝিয়ে দিয়েছে জিনপিং প্রশাসন। ডোকলায় চীনা সেনার গতিবিধি নজর রাখতে তাই সদা সতর্ক সাউথ ব্লক।
নজরদারী চালাতে এবার অভিনব পদক্ষেপ করতে চলেছে ভারত। ডোকলামসহ ভারত-চীন সীমান্ত বরাবর প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার এলাকা উপগ্রহের মাধ্যমে নজরদারী চালাবে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিস। পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে জম্মু ও কাশ্মীর পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে অনুপ্রবেশকারীদের উপর নজর রাখা হবে বলে সেনা সূত্রে খবর।
সেনা কর্মকর্তা আর কে পঞ্চানন্দ বলেন, ইসরোর জিওস্টেশনারি কমিউনিকেশন উপগ্রহ 'জিস্যাট-৬'র পাঠানো তথ্যের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে আধাসামরিক বাহিনী। ২০১৫ সালে ইসরোর পাঠানো এই উপগ্রহটি গোটা দেশের উপর নজরদারি করে।
আইটিবিপি সূত্রে খবর, উপগ্রহের পাঠানো মোট তথ্যের ২৫ শতাংশ কন্ট্রোল করবে তাদের সেনাবাহিনী। যদিও এখনও পর্যন্ত ইসরোর তরফে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু আইটিবিপি-র নিজস্ব ওয়েবসাইটে 'জিস্যাট-৬' সংক্রান্ত একটি নোটিফিকেশন বেরিয়েছে।সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত