আইএসে যোগ দেওয়ার অপরাধে গ্রেফতার এক জঙ্গির কারাদণ্ড দেওয়া হল যুক্তরাষ্ট্রে। ২০১৬-তে ইরাকে কুর্দিশ সেনার হাতে ধরা পড়েছিল ওই জঙ্গি। গ্রেফতারকৃতের নাম মহম্মদ খায়েস (২৮)। তিনি আলেকজান্দ্রিয়ার অধিবাসী। খায়েসই হল প্রথম নাগরিক, যাকে যুদ্ধক্ষেত্র থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ২০১৫-এর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে থেকে পালিয়ে ইরাকে চলে গিয়ে যোগ দিয়েছিল আইএসে। তবে বেশিদিন আইএসের কাছে থাকতে পারেনি সে। পালিয়ে গিয়ে উত্তর ইরাকে কুর্দিশ সেনার কাছে আত্মসমর্পণ করেছিল নিজে।
খায়েস জানিয়েছে, তাদের মতাদর্শের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি সে। আইএসের সদস্য হিসাবে আড়াই মাস কাজ করেছিল সে। তবে জঙ্গিগোষ্ঠীর হয়ে কোন অস্ত্র ধরেনি সে।
বিডি প্রতিদিন/এ মজুমদার