ভারতের বিহার রাজ্যে অবিবাহিত সরকারি চাকুরিজীবীদের বেশ কদর। মোটা অঙ্কের যৌতুক দিয়েও তাদের কাছে মেয়ে বিয়ে দিতে অনেকে প্রস্তুত থাকেন। কিন্তু সে জায়গায় এবার বাঁধ সেধেছে রাজ্য সরকার।
যৌতুক প্রথা ও বাল্যবিবাহ রোধ করতে জারি করা হয়েছে নতুন আদেশ। এতে বলা হয়েছে, যৌতুক নেয়ার প্রমাণ পেলেই চাকরিচ্যুত করবে কর্তৃপক্ষ।
বিহারে এখনো সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় সবাইকে এই মর্মে শপথ করানো হয়, তারা নিজেরা কিংবা নিজের ছেলেমেয়েদের বিয়েতে কোনো প্রকার পণ নেবেন না বা বাল্যবিবাহও দেবেন না।
বিহারে বাল্যবিবাহ বন্ধ করার জন্য, ‘বন্ধন তোড়’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করলে মেয়েরা এই অ্যাপের মাধ্যমে প্রশাসনের সাহায্য নিতে পারবে।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/ফারজানা