উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যঙ্গ করে 'ক্ষুদ্র রকেট মানব' বলে ডাকেন। ট্রাম্পের এমন অবস্থানের পেছনে অবশ্য যুক্তি আছে। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে কিম জং উনের যত ছবি/ভিডিও প্রকাশ করা হয়, তার বেশিরভাগই অস্ত্র কারখানা পরিদর্শন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিংবা হাইড্রোজেন বোমার সঙ্গে তোলা।
কিন্তু সম্প্রতি তার ব্যতিক্রম দেখা গেছে। স্ত্রী রি সোল-জুকে নিয়ে কিম জং উন প্রসাধনী পণ্যের কারখানা পরিদর্শন করেছেন। কিম জং উন এমনিতেই বিলাসবহুল জীবন পছন্দ করেন। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর প্রসাধনী আমদানিও করেন তিনি। এবার দেশের প্রসাধনী পণ্যের কারখানাও পরিদর্শন করলেন। এই মাসেই স্ত্রীকে নিয়ে পিয়ংইয়ংয়ে একটি জুতার কারখানাও পরিদর্শন করেছেন তিনি। সূত্র : এবিসি
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/ফারজানা