অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বৈরী আবহাওয়ায় ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতের পাশাপাশি যুক্ত হয়েছে বজ্রপাত। শুধু রবিবার রাতেই সেখানে ১ লাখ ৭৬ হাজার বার বজ্রপাত হয়েছে বলে জানা গেছে। আরও বজ্রপাতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কুইন্সল্যান্ডের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, সোমবারও ‘ভয়ংকর বজ্রঝড়, বিধ্বংসী বাতাস ও ব্যাপক শিলাবৃষ্টি’ হতে পারে।
জানা গেছে, রবিবারের ঝড়ে কয়েক শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বজ্রঝড়ে কয়েক হাজার লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ ব্যাপারে ব্রিসবেনের চিত্রগ্রাহক স্টিফেন ডোয়েল বিবিসিকে বলেছেন, ‘কয়েক ঘণ্টা ধরে আকাশে বিদ্যুতের খেলা চলছিল, যেকোনো সাধারণ ঝড়ের চেয়ে তা অনেক বেশি।’
এদিকে, স্থানীয় বিদ্যুৎসরবরাহ সংস্থা এনার্জেক্স জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে প্রায় ৩ ঘণ্টা টানা বজ্রপাত হয় ব্রিসবেনে। বজ্রঝড়ে প্রায় ৪ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ