ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম কারাগারে যাওয়ার পর থেকে চারদিকে জল্পনা শুরু হয় কে পাচ্ছেন ডেরার দায়িত্ব? এবার সেই জল্পনা কিছুটা কমিয়ে সচ্চা সৌদার বেশ কিছু গুরুত্বপূর্ণ চাবি রাম রহিমের ছেলে জসমিতের হাতে তুলে দিলেন ডেরার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন বিপাসনা ইনসান। ডেরা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সূত্র জানায়, গত ১৭ অক্টোবর পঞ্চকুলার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিপাসনা ইনসানকে ডেকে পাঠান। তখন ডেরার পুরো দায়িত্ব জসমিত সিংকে হস্তান্তর করার জন্য কয়েকদিন সময় চেয়েছিলেন বিপাসনা। এরই অংশ হিসেবে গত শনিবার ডেরার গুরুত্বপূর্ণ চাবি হস্তান্তর করা হয়।
খবরে বলা হয়, ১৪৪ ধারা জারির পর তার মা, স্ত্রী, দুই কন্যা ও পুত্র জসমিত সিংসহ পুরো পরিবার ডেরা ত্যাগ করে। কিন্তু গত শুক্রবার রাতে তারা আবারও ডেরায় আশ্রয় নিয়েছে। সূত্রটি আরও জানায়, প্রধান হিসেবে জসমিত সিংকে বরণ করে নিতে ডেরা প্রস্তুত করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, হরিয়ানার সিরসায় ৮০০ একর জমির উপর রাম রহিমের বিশাল ডেরা। তাতে রয়েছে শপিং মল, রেস্তোরাঁ, রিসোর্ট, হাসপাতাল, মাল্টিপ্লেক্স, স্কুল-কলেজ, কারখানা। কিন্তু, ডেরা প্রধানের সাজা ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছিল, এই বিশাল সাম্রাজ্য সামলাবেন কে? উঠে আসছিল নানা নাম। সেই তালিকার সবার আগে ছিলেন রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত। ছিল জসমিত এবং বিপাসনার নামও।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/মাহবুব