কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে যেসব নেতা নানা প্রক্রিয়া ও ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের প্রধান প্রসিকিউটর। এই প্রসঙ্গে জোসে ম্যানুয়েল মাজা বলেন, যেসব সরকারি কর্মকর্তা ও কর্মচারি ওই অঞ্চলে রাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন তাদেরও এর আওতায় আনা হবে।
স্পেনের আইন অনুযায়ী, এই ধরনের আবেদন আদালতের বিচারক বিবেচনায় নেন। এর ফলে কাতালোনিয়ার নেতা কার্লেস পুজদেমন্টকেও বিচারের মুখোমুখি হতে হবে।
কাতালোনিয়ায় সরাসরি শাসন জারির পরপরই এমন সিদ্ধান্ত নিল স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো, উপ-প্রধানমন্ত্রী সোরায়া সান্তামারিয়ার হাতে কাতালোনিয়ার দায়িত্ব অস্থায়ীভাবে হস্তান্তর করেন। পাশাপাশি রাজ্যটির পুলিশ প্রধানের দায়িত্ব দেয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইগনাতিও জইদোকে।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/আরাফাত