ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে সোমবার চারজন বেসামরিক নাগরিক ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এএফপি’র একজন সাংবাদিক এ খবর জানান।
ওই সাংবাদিক বলেন, তিনি উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমার মাদজেঙ্গন এলাকায় চারজন বেসামরিক নাগরিকের লাশ এবং এর পার্শ্ববর্তী মাবাঙ্গায় একজন পুলিশ সদস্যের লাশ দেখতে পান।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/এনায়েত করিম